দেশ

ক্রমশই মুখ থুবড়ে পড়ছে বিমান পরিবহন সংস্থাগুলি! এপ্রিল পর্যন্ত ১৩টি রুটে চালাবে না জেট

ক্রমশই মুখ থুবড়ে পড়ছে বিমান পরিবহন সংস্থাগুলি। এবার ঋণে জর্জরিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহণ সংস্থা জেট এয়ারওয়েজ। জানা গেছে, বিমানের ভাড়া মেটাতে না পেরে গত কয়েকদিনে একের পর এক বিমান বসিয়ে দিয়েছে তারা। যার জেরে এই মুহূর্তে দেশে মাত্র ৪১টি বিমান চলছে তাদের। এপ্রিল মাস পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক রুটে বিমান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে জেট। একাধিক বিমানের ভাড়া না মেটানোর জেরেই এই সংকট দেখা দিয়েছে। যার জেরে জেটের প্রায় ৫৮টি বিমান চলছে না। শুধু আন্তর্জাতিক উড়ানে নয় দিল্লি মুম্বইয়ের ক্ষেত্রেও উড়ানের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। সাতটি জেটলাইট বিমান বসিয়ে দেওয়া হয়েছে। আগের চুক্তি অনুযায়ী ভাড়া না মেটানোর কারনেই এই সমস্যা তৈরি হয়েছে। এই মুহূর্তে বাজারে সাড়ে ৮ হাজার কোটি টাকার দেনা জেট এয়ারওেজের। পাওনাদারদের টাকা মেটানো তো দূর, সংস্থার কর্মীদেরই নিয়মিত বেতন দিতে পারছে না তারা। যার জেরে গত কয়েক দিনে একের পর এক বিমান বসে গিয়েছে তাদের।  তেমনি জেটের প্রায় ২৩ হাজার কর্মী কর্মহারা হবেন বলে জানা গেছে।