প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। গত ৬ এপ্রিল রাজ্যের বালোদ জেলায় সভা করে সেনাবাহিনী এবং সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্তব্য করে তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ। জানা গেছে, ছত্তিশগড়ের মুখ্য নির্বাচনী আধিকারিক সুব্রত সাহুর সঙ্গে তিনি এবং দলের অন্য নেতারা দেখা করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধানমন্ত্রীর ভাষণের অডিও সিডিও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। আর এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারণ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-এর অভিযোগ, সভায় প্রধানমন্ত্রী গত পাঁচ বছরের উন্নয়নমূলক কোনও কাজের কথা উল্লেথ করেননি। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব নিয়ে কথা বলেছেন। এই কথা বলে তিনি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন। সেনাবাহিনীর কথা উল্লেখ করে ভোটারদের মন জয়েরও চেষ্টা করেন। অভিযোগপত্রে এমনটাই বলা হয়েছে।
ফাইল চিত্র।