আমেরিকাঃ ৭৮ ফুটের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই গ্রহাণুর পোশাকি নাম টু জিরো ওয়ান নাইন, সি ওয়াই ওয়ান । গত ৪ ফেব্রুয়ারি এই গ্রহাণুটি প্রথম নজরে পড়ে বিজ্ঞানীদের। আর তারপর থেকেই লাগাতার বিজ্ঞানীদের চোখ ছিল এই গ্রহাণুর ওপর। বিজ্ঞানীরা জানিয়েছেন বুধবার পৃথিবীর সবথেকে কাছে আসতে চলেছে এই গ্রহাণু। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার দুপুরের পরেই পৃথিবীর সবথেকে কাছে অবস্থান করবে এই গ্রহাণু। পৃথিবী থেকে মাত্র বারো লক্ষ ষাট হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করবে এই গ্রহাণু, যা কিনা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় তিন গুণ । মহাজাগতিক দিক দিয়ে বারো লক্ষ ষাট হাজার কিলোমিটার দূরত্ব নিরাপদ নয় । তবে নাসা মনে করছে, এই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার বা সংঘাতের আশঙ্কা প্রায় নেই |
প্রতীকী ছবি।