দেশ

রোহিত শেখর তিওয়ারির খুনে গ্রেফতার স্ত্রী অপূর্বা শুক্লা

ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ অবশেষে রোহিত শেখর তিওয়ারির মৃত্যুর সুর আহা করল দিল্লি পুলিশ। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনডি তিওয়ারির পুত্র রোহিত শেখরকে খুনে মৃতের আইনজীবী স্ত্রী অপূর্বা শুক্লাকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামীকে খুনের অভিযোগ মেনেও নিয়েছেন অপূর্বা। ঘটনায় জড়িত সন্দেহে রোহিত শেখরের গাড়ির চালক অখিলেশ ও চাকর গলুকে বারবার থানায় ডেকে জেরা করছে পুলিশ। কারণ, ঘটনার দিন রাতে রোহিত শেখরের ডিফেন্স কলোনীর বাড়িতে শুধু ওই তিন জনই ছিলেন বলে জানা গেছে। গত ১৬ এপ্রিল রোহিত শেখরের মৃতদেহ তাঁর ঘর থেকে উদ্ধার হয়। উল্লেখযোগ্য ভাবে ঘটনার পর থেকে কিছুদিন নিরুদ্দেশ ছিলেন রোহিতের স্ত্রী অপূর্বা। তিনি কোথায় ছিলেন, তা এখনও পরিষ্কার নয়। তাই ফিরে আসতেই অপূর্বাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে পুলিশ। ২১ এপ্রিল থেকে দফায় দফায় জেরার পর রোহিত খুনে তাঁর আইনজীবী স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।

ফাইল চিত্র।