দেশ

বসে গেল সার্ভার, দেশজুড়ে নাজেহাল এয়ার ইন্ডিয়ার যাত্রীরা

আজ ভোর সাড়ে ৩টে নাগাদ বসে যায় এয়ার ইন্ডিয়ার সার্ভার। আর তাতেই দুনিয়াজুড়ে গন্ডগোল শুরু হয়ে যায় দুনিয়াজুড়ে। যাত্রীরা অভিযোগ করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এর জেরে ব্যাহত হয় এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। দিল্লি, অমৃতসর, মু্ম্বই সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে কয়েক হাজার যাত্রী। সার্ভার ঠিক করে ফেলা হয় সকাল পৌনে নটা নাগাদ। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেন, ”এয়ারলাইন্স প্যাসেঞ্জার সিস্টেমের ত্রুটি দেখা গিয়েছে। এই যাত্রিক ত্রুটি দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। এসআইটিএ সার্ভারও বসে গিয়েছে। যার ফলে বিমান ওঠানামার পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। দ্রুততার সঙ্গে সমস্ত পরিষেবা শুরুর চেষ্টা চালাচ্ছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সমস্যার জন্য কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখিত।”