দেশ

বন্য ভাল্লুকের পদচিহ্ন, ইয়েতির জল্পনা খারিজ নেপাল সেনাবাহিনীর

ইয়েতি জল্পনার অবসান। নেপাল-চিন সীমান্তে হিমালয় অঞ্চলে বরফে যে ছাপের ছবি পোস্ট করে সেনাবাহিনী দাবি তুলেছিল তা ইয়েতির, সেই দাবি পুরোপুরি খারিজ করে দিল নেপাল সেনাবাহিনী। নেপাল সেনার ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞানদেব পাণ্ডে জানিয়ে দিলেন, ইয়েতি নয়। পায়ের ছাপটি এক বুনো ভাল্লুকের। ওই অঞ্চলে এমন ছাপ প্রায়শয়ই দেখা যায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে একথা জানিয়েছেন নেপালি সেনাবাহিনীর ওই আধিকারিক। দিন দুই আগে, গত মঙ্গলবার হিমালয় অঞ্চলে মাকালু-বরুণ ন্যাশনাল পার্কের কাছে ৩২ বাই ১৫ ইঞ্চি মাপের একটি পায়ের ছাপ চোখে পড়ে ওই এলাকায় টহলরত ভারতীয় সেনাবাহিনীর। তাঁরা ছবি তুলে টুইটারে পোস্ট করে। সেইসঙ্গে দাবি করে, পায়ের ছাপটি কল্পনার তুষারমানব ইয়েতির। ছবিটি পোস্ট হওয়া মাত্রই নেটদুনিয়ায় তোলপাড় পড়ে যায়। নেপাল সেনার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞান দেব পাণ্ডে জানিয়েছেন, যখন এই পায়ের ছাপের ছবি ভারতীয় সেনা তুলেছিল তখন নেপাল সেনার একটি দল তাঁদের সঙ্গে ছিল।