মালদা

জুনিয়র পড়ুয়াদের হাতে ঘেরাও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

হক জাফর ইমাম, মালদাঃ জুনিয়র পড়ুয়াদের হাতে ঘেরাও হয়ে রয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন৷ তাঁর সঙ্গে ঘেরাও হয়ে রয়েছেন শিক্ষক শিক্ষিকা ও আধিকারিকরাও৷ মঙ্গলবার ভর্তি প্রক্রিয়ায় অভিযোগ নিয়ে প্রায় ৬ ঘণ্টা ধরে জুনিয়র পড়ুয়াদের হাতে ঘেরাও হয়ে রয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন৷ পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে এই দিন ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর৷
পড়ুয়াদের অভিযোগ, সম্প্রতি সম্পূর্ণ বেআইনিভাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে এক ছাত্রকে ভর্তি নেওয়া হয়েছে৷ এই ভর্তির পিছনে রয়েছে একটি অসাধু চক্র৷ যে চক্রের মাথা উপাচার্য৷ ওই ভর্তি বাতিলের দাবিতে গত শুক্রবার তাঁরা বিশ্ববিদ্যালয়ের আইসির সঙ্গে দেখা করেন৷ সেদিন উপাচার্য ও রেজিস্ট্রার বাইরে থাকায় তাঁদের সঙ্গে কথা হয়নি৷ তাঁরা আজ পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন বলে জানান৷ কিন্তু আজ যখন পড়ুয়ারা তাঁদের সঙ্গে কথা বলতে যায়, তখন উপাচার্যের পোষা গুণ্ডারা তাঁদের বাধা দেয়৷ এর প্রতিবাদে তাঁরা উপাচার্য সহ অন্যান্যদের ঘেরাও করেছেন৷ যতক্ষণ না উপাচার্য তাঁদের সব প্রশ্নের উত্তর দেবেন ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে৷ এদিকে উপাচার্য বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে তাঁদের ঘেরাও করে রাখা হয়েছে৷ তাঁদের টয়লেট পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না৷ যে ভর্তি নিয়ে প্রশ্ন উঠেছে তাতে কোনও বেআইনি বিষয় নেই৷ সমস্ত আইন মেনেই সেই ভর্তি নেওয়া হয়েছে৷ তার উপযুক্ত প্রমাণও তাঁদের হাতে রয়েছে৷