কার্ত্তিক গুহ, ঝাড়গ্রামঃ জামবনি ব্লকের চিল্কিগড় অঞ্চলের টুলিবরে ছাত্র যুব জেলা সম্মেলনে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান বীরবাহাকে প্রার্থী করেছি। তিনি শিক্ষিকা। গতবার ছিল ডাক্তার। আমরা সবার সঙ্গে কথা বলেছি। জঙ্গলমহলের মাটির সাথে যুক্ত মানষের সঙ্গে কথা বলেছি। তারপর বীরবাহাকে মমতা বলেছেন, যাও আমি তোমার সেনাপতি। আমরা উমাকেও নিয়ে এসেছি। বুথ ভাগ করে ছাত্র-যুব দেওয়াল লেখা শুরু করো, প্রত্যেক বুথে ভোটার ও মানুষের কাছে যাও। তোমার সেই রিপোর্ট দাও। আমরা দেখতে চায়, কোথায় দুর্বলতা ও কোথায় সবলতা রয়েছে। সবাই মমতাকে বলছে দিদি আমাদের ভগবান। দিদির দলে দু’একটা অন্যরমক ডাকাত থাকে তাহলে দেখতে হবে। তাঁদের জন্য জন্য দলের ভাবমূর্তি নষ্ট করলে চলবে না। তাঁরা বিজেপি গিয়ে নতুন ডাকাত হলে হোক। তাঁদের জন্য জেলের ব্যবস্থা রয়েছে। প্রার্থীকে জয়যুক্ত করবেন, যাতে গতবারের ব্যবধানের থেকে বেশি ব্যবধানে জয়যুক্ত হয়। অনেক ভাবনা চিন্তা করে গ্রামেরমধ্যে দাঁড় করিয়েছি। এরমধ্যে রাজনৈতিক ইচ্ছা নেই। ইচ্ছা আছে এটাই, আদিবাসী সমাজের প্রতিনিধি ছিল। আবার প্রতিনিধি করা হল। আরও উন্নয়ন যাতে অগ্রগতি পায় সেদিকে লক্ষ্য রাখতে বলছি।