দলের ওয়েবসাইটে হ্যাকার হানার ধাক্কা একদিন পরেও কাটিয়ে উঠতে পারল না বিজেপি। বুধবারও সাইট খুলতে গেলেই ভেসে উঠছে একটাই কথা দ্রুত ফিরছি। বলা হচ্ছে সাইটের দেখভালের কারণে সাইট বন্ধ রয়েছে। কিন্তু ইতিমধ্যেই গোটা দেশের জানা হয়ে গেছে বিজেপির সাইটে হ্যাকার হানার কথা। গত মঙ্গলবারই বিজেপির ওয়েবসাইটে থাবা বসায় হ্যাকাররা। বিজেপির অন্দরমহলে হৈহৈ পড়ে যায়। যে সরকার অনলাইন পরিষেবা, ইন্টারনেটের মাহাত্ম্য নিয়ে সবচেয়ে বেশি প্রচার করেছে, যে সরকার দেশকে ডিজিটাল করে তোলায় বদ্ধ পরিকর। সেই সরকারের চালিকাশক্তি বিজেপির ওয়েবসাইটেই হ্যাকার হানা বেশ তারিয়েই উপভোগ করছেন বিরোধীরা। কটাক্ষ, বিদ্রূপ সবই চলছে।