জেলা

তৃণমূলের অভিযোগকে গুরুত্ব কমিশনের, সরলেন আরএসএস ঘনিষ্ঠ পর্যবেক্ষক কে কে শর্মা !

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত বিশেষ নির্বাচনী পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন। বিএসএফের অবসরপ্রাপ্ত ডিজি কে কে শর্মাকে কেন্দ্রীয় বাহিনীর ও সর্বোপরি ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। কিন্তু কে কে শর্মার আরএসএস যোগ নিয়ে সরব হয় তৃণমূল-সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। কমিশনে অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে। সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই কে কে শর্মাকে এরাজ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে তাঁর জায়গায় কাকে এই দায়িত্ব দেওয়া হবে, তা এখনও অজানা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে রাজ্যের জন্য কেন্দ্রীয় বাহিনীর বিশেষ পর্যবেক্ষক নিয়োগের স্বচ্ছ্বতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কালই তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, দলীয় ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে একটি ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আরএসএসের অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত কে কে শর্মাকেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পুলিস পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন।