জয়নগরঃ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জয়নগরের পদ্মের হাট এলাকায়। জয়নগর থানার দক্ষিন বারাশত অঞ্চলের ঢালী পাড়ার বাসিন্দা হাবিবুল্লা গাজী আজ সকালে এলাকায় রাস্তার ধারে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলো। সেই সময় কুলপি রোডের উপর একটি মাছের ট্রাক দ্রুত গতিতে আসছিল। অন্য একটি গারিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে হাবিবুল্লা কে ধাক্কা মেরে পাসের নয়নজুলীতে উল্টে যায়। সাথে সাথে এলাকার মানুষ হাবিবুল্লা কে নিয়ে স্থানীয় পদ্মের হাট গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছরিয়ে পরে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। এলাকার মানুষ রাস্তায় বেপরোয়া গাড়ী নিয়ন্ত্রন এবং ঘাতক ট্রাকের চালকের গ্রেফতার ও শাস্তির দাবীতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর পুলিশের প্রতিশ্রুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। সকালে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকা দিয়ে খুব দ্রুত গতিতে গাড়ি যায়। এর আগে ও একাধিক বার এখানে দুর্ঘটনা ঘটেছে। তাই এদিন ঘটনার পর এলাকায় বাম্পারের দাবীতে বিক্ষব দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে। ঘটনার পর ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে জয়নগর থানার পুলিশ।