জেলা

তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের উদ্যোগে ‘পলাশ পার্বণ’

পুরুলিয়াঃ দোল উৎসবকে কেন্দ্র করে পুরুলিয়া জেলার আর্ষা ব্লকের কংসাবতী নদীর তীরে দেউল ঘাটাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের উদ্যোগে, ‘পুরুলিয়া ডিস্ট্রিক্ট টুরিজম ডেভলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’–এর ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরেও ‘পলাশ পার্বণ’ অনুষ্ঠিত হয়। মশাল প্রজ্বলনের মাধ্যমে পার্বনের শুভ উদ্বোধন করেন পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের বিধায়ক শক্তিপদ মাহাত ও তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ

শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সৌমেন কলে বলেন, ‘আমি প্রথমেই পলাশ পার্বণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এখানকার পরিবেশ ও মানুষের আন্তরিক ভালোবাসা পেলাম। এই জেলার উন্নয়নের জন্য আমাদের সংস্থা কাজ শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি এই জেলার উন্নয়নের জন্য জয়পুর, মানবাজার, রঘুনাথপুরে সংস্থার পক্ষ থেকে তিনটি ‘উৎকর্ষ সেন্টার’ খোলা হবে। যার মাধ্যমে গরিব মানুষের বিশেষ করে মহিলাদের উন্নয়ন করা যাবে। এছাড়া পুরুলিয়া জেলায় লাক্ষা চাষ বড় আকারে শুরু করা হয়েছে। যার ফলে

আগামী দিনে এই জেলার গরিব মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে। তাছাড়া লাক্ষা চাষের মাধ্যমে উদ্যোগপতি তৈরি করা হবে, যা আগামী দিনে পুরুলিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের আর্থিক ও সামাজিক উন্নয়নের ভূমিকা নেবে। এই লাক্ষা চাষ ব্রিটিশ আমল থেকেই এই জেলাতে হয়ে চলেছে। কিন্তু আজও তা সেভাবে রেখাপাত করতে পারেনি। এবার এই তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের মাধ্যমে সেটি সম্ভব হবে। এবছরে এই অনুষ্ঠান ১৮ তম বর্ষে পদার্পন করল। গত ২০, ২১ ,২২ মার্চ

এই অনুষ্ঠান পালন করা হয়। সারা বাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ এই অনুষ্ঠানে আসেন। বিভিন্ন জেলা থেকে এই অনুষ্ঠানে শিল্পীরা আসেন। ছোউ, ঝুমুর, আদিবাসি নৃত্যের পাশাপাশি ক্লাসিক্যাল নৃত্যও দেখা যায় এই পার্বনে। কালচারাল, ট্রাইবাল ও টুরিজমের সংমিশ্রণে এই অনুষ্ঠান বর্ণাঢ্য রূপ ধারণ করে। এই অনুষ্ঠানের প্রাণ পুরুষ হলেন বিশ্বনাথ দাশগুপ্ত। তাঁর প্রচেষ্টাতেই গত ১৭ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। এই অনুষ্ঠানের সাফল্যের পিছনে তাঁর পাশে যারা ছিলেন তাঁরা হলেন, রোনাল্ডো হানি কারা্‌ পবন কুমার, অনুশ্রী মুখার্জি। এই অনুষ্ঠানে

তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলের সঙ্গে সংস্থার অন্যান্য আধিকারিক সহ প্রায় হাজার ৬৫০০ জন কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎপল পাল (পুরুলিয়া জেলার তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক), ডাঃ আশীষ ব্যানার্জি পুরুলিয়া ডিসট্রিক্ট এগ্রিকালচার ডিরেক্টর (এডমিন), সুবীর দত্ত কোচবিহার জেলার ডিসট্রিক্ট রেজিস্টার অফ কো অপারেটিভ সার্ভিস, দীনেশ মন্ডল (এডিএম জেপি পুরুলিয়া জেলা), পার্থ পাল (আইসি)।