বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে নিয়ে বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়ে গেছে। সূত্রের খবর, বিজেপির সঙ্গে মতুয়াদের একাংশের মতানৈক্যের জেরেই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থী। শান্তনুর এহেন কাণ্ডের পিছনে রয়েছে রহস্যময় এক কারণও। তৃণমূলের দাবি, মতুয়া ঠাকুরবাড়িতে রাজনৈতিক ভাগাভাগি চাইছে না মতুয়া যুব সমাজের একাংশ। তাঁদের দাবি, রাজনীতিমুক্ত থাক ঠাকুরবাড়ি। মতুয়াদের এই অংশই মূলত শান্তনু ঠাকুরের সঙ্গে ছিলেন। তারা পাশ থেকে সরে যেতে হাল ছেড়েছেন শান্তনুও। তাই তাঁর জন্য সভা করতে সোমবার যোগী আদিত্যনাথ উত্তপ্রদেশ থেকে উড়ে এলেও সেই মঞ্চে দেখা যায়নি তাঁকে। শান্তনুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়েছে, অসুস্থ তিনি। রাতে ডাক্তার এনে চিকিত্সা করাতে হয়।