ফের বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে । এমনই আভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টিই নয়, সেইসঙ্গে প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপই ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। তারপর তা ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই ঘূর্ণিঝড়ের নাম ফেনি। ফেনি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে আবহবিদরা জানিয়েছেন। ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এর প্রভাব থাকবে। তামিলনাড়ু উপকূল থেকে মায়ানমার পর্যন্ত এর কম-বেশি প্রভাব থাকবে। এই ফেনির প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।