জেলা

বারাণসীতে গিয়েও মোদি বাংলার কথা বলছেন, কারণ তিনি বাংলাকে ভয় পানঃ মমতা

আজ রানীগঞ্জ এবং আসানসোলের জোড়া জনসভা থেকে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তোপ দাগেন, বিজেপির সঙ্গে কয়লা মাফিয়াদের আঁতাত রয়েছে। আরএসএসও কয়লামাফিয়াদের টাকায় চলে। এদিন বাবুলের নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এলাকার সাসংদ বাংলার সংস্কৃতি জানেন না। তাই বাংলায় অশান্তি ছড়াচ্ছেন। আসানসোলের মানুষ ঐক্যবদ্ধ, এখানে বিভাজন ঘটাচ্ছেন সাংসদ

এসেই। এদিন বাবুলকে প্রচণ্ড উদ্ধত বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, বাবুলের মুখের ভাষা অত্যন্ত খারাপ। এদিন মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বারাণসীতে গিয়েও মোদি বাংলার কথা বলছেন, কারণ তিনি বাংলাকে ভয় পান। এছা়ডাও এদিনের সভামঞ্চ থেকে মমতার বন্দ্যোপাধ্যায় দাবি, মোদি সরকার ফের একবার ক্ষমতায় এলে তাঁরা ‘দেশকে বেচে দেবেন’। এদিন মোদিকে সরানের

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/451850815586396/

ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই পাঁচ বছরে মোদি সরকারের আমলে ভারতের সংবিধান বিপন্ন হয়ে পড়েছে। এই সরকারকে এখনও না সরালে ভেঙে পড়বে সংবিধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, মোদি আর যাই হোন, বাজপেয়ী নন। তিনি দেশ খেয়ে নেবেন। তাই দেশকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। তিনি এও বলেন, দাঙ্গা করে কি করে প্রধানমন্ত্রী হলেন? ২০১৯ বিজেপি ফিনিস।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/617417845408406/