ব্যারাকপুরঃ এরাজ্যে দাঙ্গাবাজদের কোনও স্থান নেই। এরাজ্যে বিজেপি দাঙ্গা করে বিভেদ তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করলে তিনি তার বিরুদ্ধে লড়াই করবেন। ভাটপাড়ার সভা থেকে কার্যত এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাজের সঙ্গে রাজ্যের কাজের তুলনা করে ভাটপাড়ার সভা থেকে তিনি রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তাঁর প্রশ্ন গত ৫ বছরে মোদী সরকার কী কাজ করেছে। ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক তথা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কোনও কাজের নয়। কার্যত এই মন্তব্যই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দীনেশ ত্রিবেদী কাজের মানুষ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, নরেন্দ্র মোদীর ফের সরকারে আসার সুযোগ নেই। কারণ যে চার দফার ভোট হয়েছে, তাতে বাংলা-সহ উত্তর প্রদেশ, তামিলনাড়ু, গুজরাত,
মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজেপির আসন সংখ্যা কমতে চলেছে। ফলে তৃণমূলের হাত শক্ত করে কেন্দ্রে ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া, ভাটপাড়া কেন্দ্রে উপনির্বাচনে বিধানসভা প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণার পর মদন মিত্র নিজে জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভোট প্রার্থী করে ভারতরত্নের সমান সম্মান দিয়েছেন। এদিন ভাটপাড়ায় নির্বাচনী প্রচারে মদন মিত্রকে ফের একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গেল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ও বিধানসভা ভোটের একসঙ্গে প্রচারের ফাঁকেই মঞ্চের পিছন দিকে বসে থাকা মদন মিত্রর নাম উচ্চারণ করলেন। তিনি বললেন, মদন কাজের ছেলে। ওকে ভোট দিয়ে জেতান।