জেলা

মোদি ভারতবর্ষের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী: চন্দ্রবাবু নাইডু

ইভিএম মেশিনে ভোট দিয়ে অবশ্যই মিলিয়ে দেখবেন ভিভিপ্যাট: চন্দ্রবাবু নাইডু

ঝাড়গ্রাম: বুধবার লালগড়ের সজীব সংঘের মাঠে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এসেছিলেন ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর সমর্থনে। চন্দ্রবাবু নাইডু বলেন,’ আপনাদের জন্য অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি। তৃণমূলের হয়ে প্রচারে আসাতে পেরে আমি খুশি। মমতাকে শ্রদ্ধা করি ও ভালোবাসি। দিদি খুব ডায়নামিক। তিনি বাংলা নয়, দেশের জন্য কাজ করছে। এই এলাকা মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল অশান্তি ও হিংসা লেগে থাকত। মমতা ক্ষমতায় আসার পরে জঙ্গলমহলের মানুষকে শান্তি দিয়েছে।

এলাকায় যেভাবে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এটা ভারতবর্ষের কাছে অনুকরনীয়। দিদি বাংলার বাঘিনী। ভোটের পর দিদি দেশের বাঘিনী হতে চলেছেন। আপনারা দিদিকে সমস্ত আসন দিলে মানুষের জন্য কাজ করতে পারবে। ইভিএম ও ভিভিপ্যাট মেশিন নিয়ে ঝাড়গ্রামের জনসাধারণকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন,’ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে নরেন্দ্র মোদি জালিয়াতি করতে পারে। ইভিএম ও ভিভিপ্যাডের গগনা একসঙ্গে মিলিয়ে দেখা হোক এজন্য মঙ্গলবরাই বিষয়টি আমি নির্বাচন কমিশনে জানিয়েছি। আপনারা ইভিএমে ভোট দেওয়ার পর ভিভিপ্যাড দেখে বুথ কেন্দ্র থেকে বের হবেন।’