জ্যোতির্ময় দত্তঃ বাংলার সংস্কৃতি ভবিষ্যতের দিশা। না দেখলে বোঝা যায় না। আমরা সবাইকে ভালোবাসি। ধর্ম অনেক বড়। যে যেমন নিজের ধর্মে বিশ্বাস করেন। ধর্ম এক জায়গায় এসে মিলিত হয়ে যায়। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বরানগরের মঠে এক অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন। তিনি বলেন, মানুষের মধ্যে একাধিক বৈচিত্র আছে। ধর্মের কোন সীমারেখা নাই। ধর্ম যত উদার হবে তত মানুষের কাছে পৌঁছাতে পারবে। ঘৃণার ধর্ম ভারতের ধর্ম নয়। ধর্ম শিক্ষা, মানসিকতা, ভালোবাসা আনে। বিদ্বেষ দিয়ে ভালোবাসা হয় না। দেশ এমন জায়গায় গেছে মনে হয় আমরা একতা ঐক্য রাখতে পারবোতো ? তিনি ক্ষোভের সাথে বলেন কেউ কিছু বললে তাকে পাকিস্তানের বলে দেওয়া হচ্ছে। দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বাংলার মা আমাদের একসঙ্গে থাকার কথা শিখিয়েছে। যেনো মনে হচ্ছে এখানে আমি জন্মগ্রহণ করিনি। এখানে আসতে না পারলে আমার নিজের খুব খারাপ লাগতো। সুযোগ এলে আমরা আরো অনেক কাজ করতে পারি। সবাইকে নিয়ে চলবেন। চেয়ারের জন্য নয় ঘরের মেয়ে হিসাবে ডাকবেন। আমি আপনাদের কাছে আসব। মানুষের জন্যে কাজ করাটাই আমার কাছে মুখ্য। তিনি বলেন আমি অনেক অত্যাচার সহ্য করেছি। এই মানুষটা যতদিন আছে, আমার উপর ভরসা রাখবেন। দেখুন ভিডিও –