কলকাতা

আডবানীজীর জন্য আমার খারাপ লাগছেঃ মমতা

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ লালকৃষ্ণ আদবানী সহ অনেক সিনিয়র নেতাদের বিজেপি এবার লোকসভায় ভোটের টিকিট দেয় নি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি বলেন, আডবানীজী, বাজপেয়ি এরাই তো ওই দলটা তৈরি করেছিল। আডবানীজীর জন্য আমার খারাপ লাগছে। বয়স হয়েছে তো কি হয়েছে? আমরা সব সময় সিনিয়রদের সম্মান করি। দেবেগৌড়া, ফারুখ আব্দুল্লাহজীরা তো ভোটে লড়াই করছেন। তবে এটা ওদের দলীয় ব্যাপার, কিন্তু আডবানীজীর জন্য আমার খারাপ লাগছে। কংগ্রেসের নোটবন্দী নিয়ে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখুন নোটবন্দী নিয়ে ৪৫ মিনিটের মধ্যেই আমিই প্রথম আমার মতামত জানিয়েছিলাম। এরপরে আপনারা দেখবেন নোট বন্দী একটা বড় কেলেঙ্কারি।এর থেকে বড় কেলেঙ্কারি দেশে আর হয়নি। আজকে এরা ক্ষমতায় আছে তাই কেউ জানতে পারছে না। কাল যখন ক্ষমতায় থাকবে না তখন সবাই জানতে পারবে। মোদীকে কেন্দ্র করে যে সিনেমা বের হচ্ছে সে বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় এই ধরনের সিনেমা বের না হলেই ভালো হতো। যে কাউকে নিয়ে যেকোনো সময় সিনেমা তৈরি করা যেতেই পারে, তাতে আমাদের আপত্তির কিছু নেই কিন্তু নির্বাচনের সময় এটা না হলেই ভালো। প্রধানমন্ত্রীর বায়োপিক নিয়ে অন্য একপ্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আগে এইভাবে সিনেমা রিলিজ করা হচ্ছে। মোটিভ-টা তো পরিষ্কার। আমার মনে হয় সব রাজনৈতিক দল‌ই এর প্রতিবাদ করছে। দেখুন ভিডিও –