ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ দিল্লির সিজিও কমপ্লেক্সে পন্ডিত দীনদয়াল অন্তোদ্যয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকাল ৮.২০ মিনিট নাগাদ বহুতলটির পাঁচ তলায় আগুন লেগে যায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থানে দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ায় অচেতন হয়ে মত্যু হয় এক নিরাপত্তারক্ষীর (সিআইএসএফের- সাব ইন্সপেক্টর)। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। বহুতলটিতে একাধিক সরকারি অফিস রয়েছে। যার মধ্যে ভারতীয় বায়ুসেনার অফিস ছাড়াও রয়েছে জলসম্পদ মন্ত্রক, বন মন্ত্রক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের দপ্তর। মধ্য দিল্লির ব্যস্ত লোধী রোড ও বারাপুল্লা ফ্লাইওভারের সামনে এই ভবনটি অবস্থিত। ফলে অফিস আসা যাত্রীরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন আগুন লাগার ঘটনায়। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।