হক জাফর ইমাম, মালদা: বুধবার বিকেলে মালদা কালিয়াচক থানার গোলাপগঞ্জ হাড়ি এলাকা থেকে ৯৬ হাজার টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করল ভারতীয় সীমান্ত বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। ভারতীয় সীমান্ত বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা ৯৬ হাজার টাকার জাল নোটসহ পাচারকারীকে মালদা কালিয়াচক থানার হাতে তুলে দেন।বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পেশ করে পুলিশ। জানা গেছে ভারতীয় সীমান্ত বাহিনী ২৪ নম্বর ব্যাটেলিয়নের ব্রাঞ্চের জওয়ানেরা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে মালদা কালিয়াচক থানা এলাকার সীমান্তবর্তী চুরি অনন্তপুর এলাকায় হানা দেন। এলাকায় সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে জওয়ানেরা তাকে আটক করে তল্লাশি চালিয়ে ধৃত কাছ থেকে উদ্ধার হয় ৯৬ হাজার টাকার জাল নোট।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম বিকাশ মণ্ডল (১৯) মালদা কালিয়াচক থানা এলাকার দুইশত বিঘি ঘোষ পাড়া গ্রামের বাসিন্দা। জি তোর কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৬ হাজার টাকার ২০০০ টাকার জাল নোট। ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে।