হক জাফর ইমাম, মালদা: মালদা জেলা কংগ্রেসের দাবি উত্তর মালদার ৩১টি বুথে পুনঃনির্বাচনের। জেলা কংগ্রেসের অভিযোগ ৩১টি বুকের মধ্যে কোন বুথে তৃণমূল দুষ্কৃতীদের তান্ডব কোথায় বা বোমাবাজি কোথাও বন্দুক পিস্তল দেখিয়ে সন্ত্রাসের চেষ্টা বিশেষ করে যেসব বুথ গুলিতে দায়িত্বে রাজ্য সরকারের পুলিশ ছিল সেসব বুথেই এই ধরনের ঘটনা ঘটে। এছাড়াও উত্তর মালদা কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী কে হেনস্তা করে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। বুধবার কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম, উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী, উত্তর মালদা কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী, বিধায়ক মুত্তাকিন আলম, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার প্রমুখ। এই দিনের সাংবাদিক সম্মেলনে মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম বলেন কেন্দ্রীয় বাহিনী যেসব বুথে ছিল সেসব বুথের মানুষ শতস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন। যেসব বুথে রাজ্য সরকারের পুলিশ ছিল সেই সব বুথ গুলিতে তৃণমূল ভোট লুট করেছে তাই আমরা নির্বাচন কমিশনের কাছে উত্তর মালদার ৩১ টি আসনে পুনঃনির্বাচনের দাবি জানাতে চলেছি।