কলকাতা

৩ কেন্দ্রেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা, রাজ্যে আসছে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

৩ কেন্দ্রেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা। আরও ২০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে ৷ এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে । তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে বাহিনীর সংখ্যা । বর্তমানে তিন কেন্দ্র মিলিয়ে রাজ্যে রয়েছে ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । জানা গিয়েছে, আরও 20 কোম্পানি বাহিনী আসছে ৷ ইতিমধ্যেই রাজ্যে ১০ কোম্পানি বাহিনী এসে গিয়েছে ৷ আরও ১০ কোম্পানি বুধবার রাত 9টার মধ্যে এসে পড়বে ৷ এই 20 কোম্পানি বাহিনীকেই ভবানীপুর কেন্দ্রের জন্য ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে । তবে কীভাবে বণ্টন হবে তা এখনও স্থির করা হয়নি ৷ অন্যদিকে আগামিকাল নির্বাচনের দিন ভবানীপুরের ২৮৭টি বুথেই থাকছে মাইক্রো অবজার্ভার । এই মাইক্রো অবজার্ভাররা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী । ১০০ শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং ও থাকবে কেন্দ্রীয় বাহিনী । পাশাপাশি থাকবে ক্যুইক রেসপন্স টিম। বুথের বাইরে ও পুরো কেন্দ্রেই থাকবে কলকাতা পুলিশ। এছাড়াও জানা গিয়েছে, ভোটদাতাদের জন্য চালু করা হয়েছে একটি টোল-ফ্রি নম্বর, ১৯৫০ ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনও ভোটদাতাকে বুথে আসতে সমস্যায় পড়তে হয়, সেক্ষেত্রে ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করলে দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা করা হবে । এই টোল ফ্রি নম্বরে ফোন করে তাঁর সমস্যার কথা জানালে সেই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে । তারপর তাঁকে বাড়ি ফিরিয়েও দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন ।