কলকাতা

ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ, মোদি সরকারকে তোপ মমতার

 দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এনিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক্ষুনি আলোচনা প্রয়োজন। এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।সোমবার বগটুইয়ে নিহতদের আত্মীয়দের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল ওই অনুষ্ঠানের শেষে মমতা বলেন, ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। শ্রীলঙ্কায় আজ মানুষ বিদ্রোহের পথে নেমেছে। ভারতের অর্থনীতির অবস্থা কিন্তু আরও খারাপ। শ্রীলঙ্কার সঙ্গে আমি আমাদের দেশের তুলনা করি না। তবে গত কয়েকদিনে ১৩ বার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। কোনও পরিকল্পনা নেই। গ্যাসের দাম বেড়েছে, পিএফ-এ সুদ কমেছে। রেল থেকে সেল, ব্যাঙ্ক-সব বিক্রি করে দেওয়া হচ্ছে। মানুষ জানেই না ব্যাঙ্ক জমা টাকা বা বিমার টাকা ফেরত পাবে কিনা। জিএসটির টাকা অনেক রাজ্য পাচ্ছে না। ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী সেকথা আমাকে লিখেছেন। দেশের সর্বনাশ হলে তা থেকে কেউ বাঁচবে না। আমি মনে করি দেশের প্রত্যেকটি পার্টিকে ডেকে কীভাবে দেশের অর্থিক পরিস্থিতির উন্নতি করা যায় তা আলোচনা করা উচিত। ইডি-সিবিআই না লাগিয়ে, ফোর্সফুল ডেমোক্রাসি না করে সুস্থ গণতন্ত্র গড়ে তোলা প্রয়োজন। আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের ঘটনা নিয়ে মমতা বলেন, যে ওই ঘটনায় জড়িত তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিশ্বভারতীতে কী হয়েছে? কজন অ্যারেস্ট হয়েছে? ভিসি অ্যারেস্ট হয়েছে? আমাদের এখানে পুলিস অ্য়াকশন নেওয়া হয়। শুধু বাংলারটাই দেখা হয়। অন্যদিকে, ইউক্রেন ফেরত পড়ুয়াদের প্রসঙ্গে মমতা বলেন, স্টুডেন্টদের পড়ানোর টাকা নেই। আমি চিঠি লিখলাম শুধু অনুমতিটা দিন। ইউক্রেন থেকে আসা পড়ুয়াদের ব্যাপারে ভাবছে না কেন কেন্দ্র! আমি স্তম্ভিত।