দেশ

ইডি জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক

দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগসাজশ এবং তাঁর সহযোগীদের অর্থপাচারের অভিযোগে সকালেই মহারাষ্ট্রের দাপুটে নেতা নবাব মালিককে সকালেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ জিজ্ঞাসাবাদের পর বুধবার বর্ষীয়ান এনসিপি নেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ৫দিন আগে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে দাউদের ভাই ইকবাল ইব্রাহিম কাসকরকে গ্রেফতার করে ইডি ৷ এরপর বুধবার সকালে সকালে এনসিপি নেতা নবাব মালিকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সকাল ৮টা নাগাদ ইডি আধিকারিকরা মন্ত্রীকে তাদের দফতরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন৷ তদন্তের শুরু থেকেই নবাব মালিকের বিরুদ্ধে দাউদ ঘনিষ্ঠদের বেআইনিভাবে টাকা পাচারের অভিযোগ ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ৷ হাওয়ালার মাধ্যমে তিনি ছোটা শাকিল, হাসিনা পার্কারদের অর্থপাচার করতেন বলে খবর ৷ যদিও নবাব মালিককে গ্রেফতারের ঘটনা বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতির পরিচয় বলে দাবি করেছে এনসিপি ৷ মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারির পর থেকে বিজেপি ঘনিষ্ঠ মুম্বইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধাচরণ করে বেশ কিছু অভিযোগ সামনে আনেন ৷ তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা বলে মনে করছে নবাব মালিকের দল ৷