দেশ

অর্থ পাচার মামলায় পাঁচকুল্লার বিচারককে গ্রেফতার করল ইডি

অর্থ পাচার মামলায় হরিয়ানার পাঁচকুল্লা আদালতের সাসপেন্ড হওয়া বিচারক সুধীর পারমারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা। গতকাল বৃহস্পতিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও ধৃত বিচারকের দাবি, মিথ্যা অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত এপ্রিলেই বহুতল আবাসন নির্মাতা সংস্থা এমথ্রিএমের পরিচালকদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার   অভিযোগে পাঁচকুল্লা আদালতের বিশেষ বিচারক সুধীর পারমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হরিয়ানার দুর্নীতি দমন শাখা। শুধু সুধীর পারমারই নয়, তাঁর ভাইপো অজিত পারমার এবং এমথ্রিএম সংস্থার পরিচালক রূপকুমার বনশলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হরিয়ানা সরকারের এসিবি। এফআইআরে উল্লেখ করা হয়েছিল, ঘুষের বিনিময়ে অভিযুক্ত বহুতল আবাসন নির্মাণ সংস্থা এমথ্রিএমের পরিচালকদের ইডি’র দায়ের করা মামলায় বাড়তি সুবিধা দিয়েছিলেন বিচারক সুধীর পারমার। এফআইআর দায়েরের পরেই পাঁচকুল্লা আদালতের বিশেষ বিচারক সুধীর পারমারকে সাসপেন্ড করেছিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য গুরুগ্রামে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল পাঁচকুল্লা আদালতের সাসপেন্ড বিচারককে। দীর্ঘক্ষণ জেরার পরে রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।