কলকাতা

কুন্তলের স্ত্রী জয়শ্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ইডি-র

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে বুধবার জেরা করলেন ইডি আধিকারিকরা ৷ এদিন বেশ কয়েকঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । এদিন জয়শ্রী ঘোষকে জেরার আগে পর্যন্ত কুন্তল ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করে এখনও পর্যন্ত ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান কালো টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখার জন্য স্ত্রী জয়শ্রীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করত কুন্তল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা তদন্তে জানতে পেরেছেন কিন্ডারগার্ডেন স্কুলের ডিরেক্টর পদে রয়েছেন কুন্তলের স্ত্রী জয়শ্রী। তাই ইডি আধিকারিকদের অনুমান যেহেতু কিন্ডারগার্ডেন স্কুলের ডিরেক্টর পদে স্ত্রী রয়েছেন ফলত শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকাকে সাদা করতে স্ত্রী র অ্যাকাউন্ট ব্যবহার করেছেন কুন্তল। জয়শ্রীকে এদিন ঘণ্টাচারেকের জিজ্ঞাসাবাদেব ইডি আধিকারিকরা জানতে পেরেছেন কুন্তলের হুগলির বাসভবন এবং রাজারহাটে বিলাসবহুল আবাসনে মাঝেমধ্যেই চাকরি বিক্রির জন্য বিশেষ বৈঠক বসত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা এদিন মূলত জয়শ্রীর কাছ থেকে জানতে চান যে সেই বৈঠকে কে বা কারা উপস্থিত থাকত ৷ কোনও সরকারি আমলা বা কোন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সেই বৈঠকে থাকতেন কি না তাও জানতে চাওয়া হয়। যদিও ইডি গোয়েন্দাদের দাবি জিজ্ঞাসাবাদে বিশেষ সহযোগিতা করেননি কুন্তল ঘোষের স্ত্রী। বেশকিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন।তদন্তে নেমে ইডি আধিকারিকার এও জেনেছেন যে কেবল স্ত্রী নয় বিভিন্ন আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিল কুন্তল। যদিও সেই আত্মীয়পরিজন সম্পর্কে বিশেষ কোনও তথ্য দিতে পারেননি জয়শ্রী। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্যঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সন্ধান পায় ইডি। পরবর্তীতে কুন্তল ঘোষকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তদন্তে অসহযোগীতা করলেও কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষের বয়ান এদিন রেকর্ড করেন ইডি আধিকারিকরা। তাঁকে পুনরায় ডেকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা জোরালো হচ্ছে।”