অভিষেক সিবিআই দফতরে যাওয়ার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকাল ছ’টা নাগাদ বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। পাশাপাশি বেহালায় তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। শনিবার সকাল থেকে শুধু কালীঘাটের কাকুর বাড়িতেই নয়, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডির মোট ১০টি দল একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এদিন জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও হানা দিয়েছে ইডির দল।