কলকাতা

স্কুল খোলার নয়া নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর

আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। আপাতত নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে। তার আগে বৃহস্পতিবার জেলাশাসকদের উদ্দেশে স্কুল খোলার নির্দেশিকা পাঠাল শিক্ষা দফতর। দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির নামে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন বাদে খুলছে স্কুল। সেক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য এই নির্দেশিকা জারি করা দরকার ছিল। জেলাশাসকদের বলা হয়েছে, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রতি জেলায় স্কুল খোলার ক্ষেত্রে নোডাল অফিসারের কাজ করবেন। তাঁর সঙ্গে যোগাযোগ রাখবেন ডিস্ট্রিক্ট ইনস্পেকটর। স্কুল খোলার ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হবে কোভিড প্রোটোকল। স্কুলভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। সেজন্য সবরকম পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ১ নভেম্বর থেকে আসতে শুরু করবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা প্রয়োজনে কর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস ইস্যু করবেন। প্রয়োজন হলে হোস্টেলও খুলতে হবে। সেখানেও কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি। বোর্ড এবং কাউন্সিল প্রয়োজনীয় অ্যাকাডেমিক গাইড লাইন ইস্যু করবে। রাজ্য স্তরে নোডাল অফিসারের কাজ করবেন স্কুলশিক্ষা দফতরের কমিশনার এ এন বিশ্বাস। শুক্রবার এ বিষয়ে জারি করা নির্দেশিকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে বিশেষ পরামর্শ দিল পর্ষদ। যদিও এখন রাজ্যে করোনার বাড়বাড়ন্ত, তাই এই পরস্থিতিতে আদোয় কি স্কুল খুলবে প্রশ্ন অভিজ্ঞ মহলের।।

একনজরে দেখে নেওয়া যাক কী কী বলা হল নির্দেশিকায় –

🔴 নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল খুলবে।

🔴 সোমবার থেকে শনিবার পর্যন্ত সংশোধিত সময়ানুযায়ী প্রতিদিন স্কুল খোলা থাকবে।

🔴 নবম থেকে দ্বাদশ শ্রেণির একটি ক্লাসকে ভেঙে দিতে হবে দুই বা তার বেশি ভাগে। অর্থাত্‍ প্রয়োজনে দুই বা তার বেশি ঘরে পড়ুয়াদের বসার ব্যবস্থা করতে হবে। এ ভাবেই পড়ুয়া এবং শিক্ষক, অশিক্ষক কর্মীদের শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।

🔴 ১৬ নভেম্বর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলের ভিতরে প্র্যাকটিক্যাল ক্লাস করানো যাবে।

🔴 নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে ১০ থেকে সাড়ে ৩টে পর্যন্ত। তবে সকাল সাড়ে ৯টায় স্কুলে পৌঁছতে হবে পড়ুয়াদের।

🔴 দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে বেলা ১১টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টায় স্কুলে যেতে হবে পড়ুয়াদের।

🔴কঠোর ভাবে পালন করতে হবে কোভিডবিধি। ১৬ নভেম্বরের আগে স্যানিটাইজ করতে হবে সমস্ত স্কুল। পড়ুয়াদের মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার আবশ্যক।৩১ অক্টোবরের মধ্যে সমস্ত স্কুল পরিষ্কারের কাজ শুরু করে দিতে হবে।

🔴 পয়লা নভেম্বর থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসতে হবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের।

🔴 প্রয়োজনে পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। তা ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

🔴 হস্টেল খোলা যেতে পারে। তবে, কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি।

🔴 স্কুলের হস্টেলে আইসোলেশন রুম রাখতে হবে।

🔴 স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়াই আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবেন না।

🔴 স্কুলে বসার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না।

🔴 একটি বেঞ্চে দু’জন পড়ুয়া বসলে, তার পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।

🔴 ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা হবে।

🔴 স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে।

🔴 স্কুলে আপাতত অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না।

🔴 স্কুলে দেওয়া হবে না  রান্না করা মিড ডে মিল।

🔴 সেক্ষেত্রে, আগের মতোই বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে।

🔴 আপাতত স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।

🔴 সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।

🔴 স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না।

🔴 দেওয়া-নেওয়া করা যাবে না, পানীয় জল বা বই।