কলকাতা

২ বছর পর ফের রেড রোডে ফিরছে ঈদের নমাজ

করোনার জেরে গত ২ বছর বন্ধ থাকার পর, এবছর ফের রেড রোডে ঈদের নমাজ পড়তে চলেছেন মুসলিম ধর্মাবলম্বীরা ৷ মঙ্গলবার ঈদ উপলক্ষে রেড রোডে ধর্মীয় প্রার্থনার পর খুশির আলিঙ্গনে পরস্পরের সঙ্গে আবদ্ধ হবেন হাজারো ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ ৷ মনে করা হচ্ছে, রমজান মাস শেষে এই ঈদের নমাজ পড়তে মঙ্গলবার রেড রোডে জমায়েত হবে কয়েক লাখ মানুষের ৷ করোনার কারণে জমায়েত এড়াতে গত দু’বছর বাড়িতে বসেই ঈদের নমাজ পড়ার আহবান জানিয়েছিলেন ইমামরা । তবে বর্তমানে করোনা অনেকটাই কম । জনজীবন আবার ফিরেছে স্বাভাবিক ছন্দে । তাই এ বছর ঈদ উপলক্ষ্যে রেড রোডে ফের বসবে নমাজ পাঠের আসর ৷ ৩ মে , মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় নমাজ পড়া শুরু হবে । নমাজ পড়াবেন ইমাম কোয়ারি ফজলুর রহমান ।