অবশেষে রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহন হবে, ভোট গননা ৩ অক্টোবর। ওই দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ভবানীপুর, সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট হবে। আজ টুইট করে এককথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে জিতে না এলে তৈরি হবে সাংবিধানিক সঙ্কট। সংবিধানের ১৬৪(৪) ধারা দেখিয়ে এই উদাহরণ দিয়েছেন মুখ্যসচিব। লিখিত বিবৃতি জারি করে জানাল নির্বাচন কমিশন। তবে রাজ্যের বাকি কেন্দ্রের উপনির্বাচন দিনক্ষণ এখনও জানা যায় নি। সূত্রে খবর, ৬ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। এই তারিখের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে ভবানীপুরের সম্ভাব্য প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১৪ সেপ্টেম্বর স্কুটিনি করা হবে এবং ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কঠোরভাবে করোনা বিধি মেনেই উপনির্বাচন করতে হবে বলে জানিয়েছে কমিশন।
এক নজরে দেখে নেওয়া যাক কী কী নিয়ম থাকছে –
🔴 রিটার্নিং অফিসারের অনুমতি পেলেই রোড শো করা যাবে
🔴 বাইক/সাইকেল নিয়ে মিছিল করা যাবে না
🔴 রিটার্নিং অফিসারের অনুমতি মিললেই স্ট্রিট কর্নারে মিটিং করা যাবে
🔴 বাড়িবাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থী-সহ মোট পাঁচজন যেতে পারবে
🔴 সিইও-র অনুমতি সাপেক্ষে ভিডিও ক্যাম্পেইনিং করা যেতে পারে, তবে সেখানেও ৫০ জনের বেশি থাকতে পারবে না
🔴 এক একটি কেন্দ্রে সবচেয়ে বেশি ২০ জন তারকাকে প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তারকা প্রচারে সর্বাধিক ১০০০ জনের জমায়েত করা যাবে
🔴 রিটার্নিং অফিসারের অনুমতি মিললেই প্রচারে গাড়ি ব্যবহার করা যাবে
🔴 ভোটের কাজে যারা অংশগ্রহণ করবেন তাদের দুটি ডোজের টিকা নেওয়া বাধ্যতামূলক
🔴 সাইলেন্স পিরিয়ড দেওয়া হয়েছে ৭২ ঘন্টা। অর্থাত্, ভোটের ৭২ ঘণ্টা আগে কোনও মিটিং মিছিল করা যাবে না
🔴 ভোটের দিন প্রার্থীর গাড়িতে সর্বাধিক পাঁচজন থাকতে পারবেন
🔴 সর্বোচ্চ দুটি গাড়ি রাখা যাবে প্রার্থীর সঙ্গে
🔴 ভোটকেন্দ্রে স্যানিটাইজেশন বাধ্যতামূলক
🔴 ফলপ্রকাশের পর কোনও বিজয় মিছিল করা যাবে না
এই সমস্ত বিধিনিষেধ মেনেই ভোট প্রক্রিয়া চলবে। ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ এবং তিনটি কেন্দ্রেরই ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।