কলকাতা

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

বেজে গেল ভোটের দামামা। আজ সকাল ১১ টায় দক্ষিণবঙ্গের সব জেলা প্রশাসনকে নিয়ে বৈঠকে বসলেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সুদীপ জৈন। এই বৈঠকে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি ও আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা বলে সূত্রের খবর। করোনা পরিস্থিতিতে বিহারে কীভাবে ভোট হয়েছে, তা এই বৈঠকে ভিডিও কনফারেন্সে জানাবেন বিহারের আধিকারিকরা। আজই বিকাল ৩টায় ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্র বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এরপরই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন সুদীপ জৈন।