ফেব্রুয়ারি মাসেই দিল্লির বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, 5 ফেব্রুয়ারি অর্থাৎ একদিনেই দিল্লির বিধানসভা নির্বাচন হবে ৷ 70টির মধ্যে 58টি আসন সাধারণ এবং 12টি আসন তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৷ চলতি বছরের 23 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ ভোটগণনা 8 ফেব্রুয়ারি ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, 10 জানুয়ারি নোটিশ জারি করা হবে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 17 জানুয়ারি ৷ স্ক্রুটিনি 18 জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি ৷ এরপর 5 ফেব্রুয়ারি ভোট এবং ফল ঘোষণা 8 ফেব্রুয়ারি ৷ পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে 10 ফেব্রুয়ারির মধ্যে ৷ দিল্লি বিধানসভার সঙ্গে একই দিনে উপ-নির্বাচন হবে উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভায়, তামিলনাড়ুর ইরোদ বিধানসভা আসনে ৷ এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “সব রাজনৈতিক দলের সদস্যেরই সমানভাবে পরীক্ষা করা হবে ৷ আমরা এই বিষয়ে কোনও বিভাজন করি না ৷” মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের নাম উল্লেখ না করে তিনি বলেন, “একজনের হেলিকপ্টার পরীক্ষা করায় গত নির্বাচনে হইচই হয়েছিল ৷ কুৎসিত ভাষা ব্যবহার করা হয়েছিল ৷ কোথাও কোথাও তো নির্বাচনী আধিকারিকদেরও হুমকি দেওয়া হয় ৷ এই অবস্থাতেও আমরা নিজেদের আটকে রাখি ৷ ভোট প্রচার যেন শিষ্টাচার ও সভ্যতা মেনে হয়, এর দায়িত্ব তারকা প্রচারকদের এবং যাঁরা এই ভোটপ্রচারের সঙ্গে যুক্ত, তাঁদের ৷ কেউ মহিলাদের বিষয়ে যা খুশি তাই বলে দেন ৷ এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর হবে ৷ মহিলাদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা, শিশুদের ভোটে ব্যবহার করলে আমরা কড়া পদক্ষেপ করব ৷ এটা আমাদের সতর্কবার্তা ৷” দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে নাম বাদ নেওয়া বিতর্ক তৈরি হয়েছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, “ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া, ইভিএম, ভোটগ্রহণ কেন্দ্র, ফর্ম 17(সি), ভোট গণনা-সহ 70টি পর্যায়ে এই সব ক্ষেত্রে প্রার্থীরা আমাদের সঙ্গে থাকেন ৷ ভোটার তালিকা তৈরির সময় নিয়মিত বৈঠক হয় ৷ ফর্ম 6 ছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয় ৷ বিএলএ (বুথ লেভেল এজেন্ট) নিযুক্ত করার অধিকার সব রাজনৈতিক দলের রয়েছে ৷ যে কোনও দাবি, আপত্তি উঠলে তা সব রাজনৈতিক দলকে জানানো হয় ৷ ওয়েবসাইটে ড্রাফট দেওয়া হয় ৷ ফর্ম 7 ছাড়া ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সম্ভবই নয় ৷ কারও মৃত্যু হলে এজেন্টের মাধ্যমে সেই মৃতের শংসাপত্র আমাদের কাছে রাখি ৷”