আজ ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বিকেল ৪টে ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করবে তারা । এই বৈঠকেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিন জানাতে পারে কমিশন । ২০২১-এর বিধানসভা নির্বাচন রয়েছে পাঁচটি রাজ্যে । পশ্চিমবঙ্গে ২৯৪টি আসন, তামিলনাড়ুতে ২৩৪টি, কেরালায় ১৪০টি, অসমে ১২৬টি ও পুদুচেরিতে ৩০টি আসনে নির্বাচন হবে । এই রাজ্যগুলিতে আজ ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন । যদিও পুদুচেরিতে এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে ।নির্বাচনের দিন ঘোষণা করতে গতকাল বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন । কমিশন সূত্রে খবর, যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে, সেগুলির মধ্যে পশ্চিমবঙ্গে স্পর্শকাতর বুথের সংখ্যা সর্বোচ্চ । রাজ্যের ৬ হাজার ৮০০টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । ইতিমধ্যে এই পাঁচ রাজ্যে কমিশনের কর্তাব্যক্তিরা ঘুরে গিয়েছেন ৷ নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকও সেরেছেন তাঁরা ।