দেশ

বিকেল সাড়ে ৪টে সাংবাদিক বৈঠক, আজই বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

আজ ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বিকেল ৪টে ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করবে তারা । এই বৈঠকেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিন জানাতে পারে কমিশন । ২০২১-এর বিধানসভা নির্বাচন রয়েছে পাঁচটি রাজ্যে । পশ্চিমবঙ্গে ২৯৪টি আসন, তামিলনাড়ুতে ২৩৪টি, কেরালায় ১৪০টি, অসমে ১২৬টি ও পুদুচেরিতে ৩০টি আসনে নির্বাচন হবে । এই রাজ্যগুলিতে আজ ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন । যদিও পুদুচেরিতে এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে ।নির্বাচনের দিন ঘোষণা করতে গতকাল বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন । কমিশন সূত্রে খবর, যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে, সেগুলির মধ্যে পশ্চিমবঙ্গে স্পর্শকাতর বুথের সংখ্যা সর্বোচ্চ । রাজ্যের ৬ হাজার ৮০০টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । ইতিমধ্যে এই পাঁচ রাজ্যে কমিশনের কর্তাব্যক্তিরা ঘুরে গিয়েছেন ৷ নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকও সেরেছেন তাঁরা ।