শনিবার রাজ্য বিধানসভায় স্পিকার নির্বাচন। সেই নির্বাচনে অংশ নেবে না বিজেপি। এমনটাই সিদ্ধান্ত হয়েছে বিজেপির বৈঠকে। এনিয়ে বিজেপিকে নিশানা করলেন ফিরহাদ হাকিম।শুক্রবার বিজেপির ওই ঘোষণার পর এনিয়ে ফিরহাদ বলেন, স্পিকার নির্বাচনে বিজেপির না আসার সিদ্ধান্ত একটি অসৌজন্যের নিদর্শন। চিরকাল সবাই মিলে থেকে স্পিকার নির্বাচন করা হয়। কারণ স্পিকার হলেন বিধানসভার কাস্টোডিয়ান। তাই এরকম এক নির্বাচনে কেউ যদি সামান্য সৌজন্যটুকুও বজায় না রাখে তাহলে বুঝতে হবে ওরা গণতন্ত্র মানে না। রাজ্যে হিংসার বাতাবরণের অভিযোগ নিয়ে ফিরহাদ বলেন, এসবই বাহানা। এর থেকে অনেক বেশি অশান্তি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এখানে যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর হাতে তা প্রতিরোধ করেছেন। এই বাহানায় সংসদীয় গণতন্ত্রের পথা নষ্ট করা যায় না।