ফের হাতি মৃত্যু। হাতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি বৈকন্ঠপুরের বনবিভাগের মেচপারা বস্তিতে। মৃত্যুর কারন হার্ট অ্যাটাক নাকি অন্যকিছু তা নিয়ে ধন্দে বনকর্তারা। বনদফতরের সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুরে বৈকন্ঠপুর বন বিভাগের মেচপাড়া জঙ্গলে বনবস্তির বাসিন্দারা একটি হাতির মৃতদেহ দেখতে পান। এরপর তারা খবর দেন স্থানীয় রেঞ্জ অফিসে। খবর পেয়ে ছুটে আসেন আধিকারিকেরা। মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় হাতিটিকে। এই ঘটনায় রেঞ্জ অফিসার জানিয়েছেন, হাতিটির বয়স তিন থেকে চার বছর হতে পারে। এটি সম্ভবত একদিন আগে কোনোওভাবে মারা গিয়েছে। কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে। তারপর এখানেই তার দেহ দাহ করে দেওয়া হবে,’ এদিন এমনটাই জানিয়েছেন তিনি।