গতকাল রাতেই রুপনারায়ণ ডিভিশন থেকে সীমানা পেরিয়ে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের হাতিবাড়ির জঙ্গলে ঢুকে পড়েছিল হাতির একটি দল। বাঁকুড়ায় প্রবেশের ২৪ ঘন্টার মধ্যে বন দফতরের তৎপরতায় হাতিগুলি ফিরে গেল পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ ডিভিশনে। বনদফতর সূত্রে খবর, রবিবার রাতে জেলার সীমানা টপকে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের হাতিবাড়ির জঙ্গলে ঢোকে দাঁতালের দলটি। তিনটি শাবক-সহ দশটি হাতি ছিল ওই দলে। খবর পেয়েই হাতির দলটির সন্ধান শুরু করেন বন কর্মীরা। সোমবার দুপুরে হাতিবাড়ির জঙ্গলে দলটির খোঁজ মিলতেই হাতি তাড়ানোর কাজ শুরু হয়। রাতেই বনকর্মীদের তাড়া খেয়ে ফের রূপনারায়ণ ডিভিশনের জঙ্গলে ফিরে যায় হাতির দলটি। কিন্তু, অতি অল্প সময়ের মধ্যেই ফসলের বিস্তর ক্ষতি করে তারা। প্রায় বিঘার পর বিঘা জমি হাতির তাণ্ডবে নষ্ট হয়। স্থানীয় কাড়ভাঙা, গোবিন্দপুর, হাতবাড়ি সহ বহু গ্রাম লাগোয়া জমিতে আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।