বিদেশ

সেনেগালে হাসপাতালে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ১১ শিশুর

নবনির্মিত হাসপাতালে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হল ১১ জন সদ্যজাতর। ঘটনাটি ঘটেছে পশ্চিম সেনেগালের তিয়াভায়ুনেতে। এই বিষয়ে শোকপ্রকাশ করেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল। প্রেসিডেন্ট জানান, কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী আমি জানতে পেরেছি তিয়াভায়ুনেতে একটি হাসপাতালের শিশুবিভাগে আগুনে লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ১১ শিশুর। আমি ওই শিশুগুলির মা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেদেশের প্রশাসন সূত্রে খবর, ওই হাসপাতালে শর্ট সার্কিট লাগার কারণে এই দুর্ঘটনা ঘটে। তারপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। কিছুদিন আগেই ওই হাসপাতালের উদ্বোধন হয়েছে বলে জানাচ্ছে সংবাদসংস্থা। গত মাসেই সেদেশের আরও একটি হাসপাতালে মাতৃত্বকালীন ওয়ার্ডে আগুন লাগে। সেই ঘটনায় ৪ জন নবজাতকের মৃত্যু হয়। তারপরেই চলতি মাসে এই ঘটনায় আতঙ্কে আমজনতা।  তিয়াভায়ুনার ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওই শহরের মেয়র। যদিও তিনি জানিয়েছেন তিনটি শিশুকে বাঁচানো গিয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট।