বিদেশ

নিষেধাজ্ঞা তুলে ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে ফেরাবেন ইলন মাস্ক

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাঁকে টুইটারে ফিরিয়ে আনা হবে ৷ মঙ্গলবার একটি অনুষ্ঠানে এ কথা জানালেন টেসলার চিফ এক্সিকিউটিভ ইলন মাস্ক৷ যদিও দিনকয়েক আগেই ট্রাম্প জানিয়েছিলেন যে, তাঁকে টুইটারে ফিরিয়ে আনা হলেও তিনি আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিরতে আগ্রহী নন ৷ ইলন মাস্কের মতে, ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করাটা নৈতিক ভাবে খারাপ সিদ্ধান্ত এবং এটি একটি নির্বুদ্ধিতার উদাহরণ ৷ এই কথা বলে তিনি ট্রাম্পকে ফেরানো হবে বলে জানিয়েছেন ৷ উলেখ্য, মার্কিন প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করেছিল টুইটার ৷ গত 6 জানুয়ারি আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসার ঘটনা নিয়ে বিতর্কিত টুইট করার পর ট্রাম্পের টুইটার বন্ধ করে দেওয়া হয়েছিল । ট্রাম্পের টুইটগুলি হিংস্র ও প্ররোচনামূলক বলে দাবি করেছিল টুইটার । টুইটারে প্রায় 9 কোটি ফলোয়ার ছিল ডোনাল্ড ট্রাম্পের ৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির হাতে বিশ্বের প্রভাবশালী নেতাদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রিত হওয়ার ঘটনা নিয়ে বিতর্ক আরও জোরদার হয় এই ঘটনায় ৷