আজ সকালে হঠাৎ ইন্ডিগো বিমানকে জরুরি অবতরণ করতে হয় পাকিস্তানের করাচিতে। বিমানের এক যাত্রী মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়ায় বাধ্য হয়ে জরুরি অবতরণ করে বিমান। কিন্তু তারপরেও বাঁচানো যায়নি ওই যাত্রীকে। মঙ্গলবার সকালে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, ওই যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। করাচিতে বিমান অবতরণের পরে বিমানবন্দরের মেডিক্যাল টিম তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ইন্ডিগো বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘শারজা থেকে লখনউ যাওয়ার সময় ইন্ডিগো বিমান ৬ই ১৪১২-এর এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় করাচিতে জরুরি অবতরণ করতে হয়। কিন্তু দুঃখজনক ভাবে জরুরি অবতরণের পরেও ওই যাত্রীকে বাঁচানো যায়নি। বিমানবন্দরের মেডিক্যাল টিম তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।’