ফের বোমা হামলার হুমকি ৷ যার জেরে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর উড়ান ৷ জয়পুর থেকে মুম্বইয়ের দিকে বিমানটি আসছিল বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ৷ সূত্রের খবর, ইন্ডিগোর উড়ানটি রাত 8টা 50 মিনিটের দিকে নিরাপদে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৷ নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসাবে বর্তমানে বিমানটিকে দূরে উপসাগরের কাছে নিয়ে গিয়ে রাখা হয়েছে ৷ ওই বিমানটিতে 225 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে । সূত্র জানিয়েছে, বোমা হামলার হুমকির কারণে 7 এপ্রিল জয়পুর থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমান 6E 5324-এর জন্য সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয় ৷ বিমানের একটি শৌচালয়ে বোমা হামলার হুমকির চিরকুট পাওয়া গিয়েছে ৷ যার পরে কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানটি মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয় । এরপর ধীরে ধীরে বিমান থেকে যাত্রীদের নামানোর প্রক্রিয়া শুরু হয় ৷ যাত্রীরা সকলে সুরক্ষিতভাবে রয়েছে বলে সূত্রের খবর । এদিকে, বোমা হামলার হুমকি নোট নিয়ে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, “জয়পুর (জেএআই) থেকে মুম্বই (বিওএম) আসার পথে বিমানে একটি বোমা হুমকির চিরকুট পাওয়া গিয়েছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুম্বই বিমানবন্দরে রাত 8টা 43 মিনিটে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । বিমানটি রাত 8টা 50 মিনিটে নিরাপদে অবতরণ করে । তবে এতে বাকি বিমান ওঠা-নামায় কোনও প্রভাব পড়েনি ৷ সবকিছু স্বাভাবিক রয়েছে ।”
