গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হক শুক্রবার সকালে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করে। তাকে নানা যুক্তি দেখিয়ে সিবিআইয়ের পক্ষ থেকে নিজেদের রিমান্ডে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের একাধিক মামলার নজির টেনে এনামুলের আইনজীবীরা সিবিআইয়ের সেই আবেদনের বিরোধিতা করেন। শেষ পর্যন্ত দীর্ঘ শুনানির শেষে সিবিআই বিশেষ আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় এনামুলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।এদিকে, এদিনই বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমারকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন ১০ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে আবার আসানসোলের সিবিআই আদালতে তোলা হয় এই মামলার গ্রেফতার হওয়া বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারকেও। সতীশ কুমারের আইনজীবীরা তার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ সিবিআই এখনো পর্যন্ত পেশ করতে না পারায় তাকে জামিন দেওয়ার আবেদন বিচারকের কাছে করেন। কিন্তু সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, তারা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। আরও কিছু তথ্য বিএসএফের কাছ থেকে পেতে আরো ৭ দিনের মতো সময় লাগবে। সেজন্য তাকে জামিন দেওয়া হলে তিনি প্রভাবশালী হওয়ায় বিভিন্নভাবে প্রমাণ লোপাট করতে পারেন, এমন আশঙ্কা রয়েছে। এই কারণে তাকে আবার জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হোক। সিবিআইয়ের সেই আবেদন মেনে সতীশ কুমারের জামিন নাকচ করে ১১ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।