কলকাতায় এনামুল হকের ২টি অফিসে চল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে মধ্য কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতলে পৌঁছয় ইডি-এর একটি দল। ওই বহুতলে এনামুলের অফিস রয়েছে দীর্ঘ দিন ধরে। ইডি তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। সে সব খতিয়ে দেখে গরুপাচার-কাণ্ডে নতুন তথ্য মিলতে পারে বলে মনে করছেন ইডি আধিকারিকরা।সোমবার সকাল থেকেই রাজ্য জুড়ে কয়লাপাচার-কাণ্ডে তল্লাশি চলছে। একই সঙ্গে গরুপাচারের মামলাতেও অভিযানে নেমেছে ইডি। আর্থিক তছরুপে এই দু’টি ঘটনাতে ইতিমধ্যেই ‘মাথা’দের খোঁজ চালাচ্ছে সিবিআই। এ বার আসরে ইডি। কয়লা এবং গরুপাচারের ঘটনায় তদন্তে নেমে বেশ কিছু নাম পেয়েছে কেন্দ্রীয় এই দুই তদন্তকারী সংস্থা। তাঁরা দু’টি মামলাতেই অভিযুক্ত। এনামুল গ্রেফতার হলেও, অনুপ মাঝি ওরফে লালা এখনও ফেরার।