কলকাতায় আবার হানা দেয় ইডির তদন্তকারীরা। স্বাস্থ্য দফতরে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকার প্রতারণা করার অভিযোগ ওঠে বুধাদিত্য চট্টোপাধ্যায়ের নামে। তাই কসবা এলাকায় বুধাদিত্য চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালাল ইডি। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ সেখানে যান ইডি অফিসাররা। রাতেও চলে তল্লাশি। আজ, শুক্রবার ভোরে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা।ইতিমধ্যেই বেঙ্গালুরুর সংস্থা প্রগনসিস মেডিকেল সিস্টেম প্রাইভেট লিমিটেড এই বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এবং আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিল। স্বাস্থ্য দফতরে তিনটি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বুধাদিত্য দফায় দফায় ২৬ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছে ওই সংস্থা। এছাড়া ভুয়ো নথি তৈরি, আইএএস অফিসারের সই নকল এবং স্বাস্থ্য দফতরের সিল জাল করে তিনি প্রতারণা করেছিলেন বলে অভিযোগ।