কলকাতা

এবার বনদফতরে ইডির হানা, সল্টলেকের অরণ্য ভবনে আধিকারিকরা

এবার বনদফতরে ইডির হানা। মঙ্গলবার সকালে সল্টলেকে অরণ্য ভবনে হানা দেয় ইডি। সূত্রের খবর, রেশন দুর্নীতির তদন্তেই এই হানা। রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। এই বালুই আবার রাজ্যের বর্তমান বনমন্ত্রী। জানা গেছে, মঙ্গলবার দুপুরে অরণ্যভবনে যায় ইডি। সেখানে ইডি সোজা চলে যায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে। ২০২১ পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়। পরে তিনি বনমন্ত্রী হন। ইডির দাবি, বনমন্ত্রী হওয়ার পর অরণ্যভবন থেকে দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি। সেই কারণেই এই তল্লাশি। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি রয়েছে বাকিবুরের নামও।