প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মহামারী আইন প্রয়োগ করা উচিত। বুধবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় গিয়ে এমনটাই দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা মহামারীর সময় এক আইএএস অফিসারকে হেনস্থা করার অভিযোগ তুললেন তিনি। মূলত আলাপন বন্দোপাধ্যায় প্রসঙ্গেই অভিষেকের এই মন্তব্য। অভিষেকের দাবি, আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শোকজ করা উচিৎ। প্রধানমন্ত্রী, মুখ্য নির্বাচনি আধিকারিককেও শোকজ করা উচিৎ বলেও মন্তব্য করেছেন তিনি। অভিষেকের কথায়, ‘ওরা নিজেরা মুখটা আয়নায় দেখুক।’ এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদীকে কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর যখন বলা উচিৎ বাড়ি থেকে বেরবেন না, তখন তিনি এসে বলছেন, ‘এত বড় সভা জীবনে দেখিনি, আমি খুব খুশি হয়েছি। দেশবাসী হিসেবে এটা আমাদের দুর্ভাগ্য।’
যশে বিপর্যস্ত পাথরপ্রতিমার নদীবাঁধ ও দুর্গত এলাকার পরিস্থিতি চাক্ষুষ করতে এদিন যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১টা নাগাদ দক্ষিণ মহেন্দ্রপুর শিবপ্রসাদ ভগবত্চন্দ্র হাইস্কুলের মাঠে তাঁর হেলিকপ্টার নামে। সেখান থেকে প্রথমে তিনি দুর্গাচকের ত্রাণ শিবিরে যান। দুর্গত মানুষদের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন তিনি। অভিষেক বলেন, ‘ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হলেই ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ২০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হচ্ছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থদের। শুধু তাই নয় গবাদিপশু পানের বরোজের ক্ষতিতে ও অর্থ মিলছে। মত্স্যজীবীরাও ক্ষতিপূরণ পাবেন। আপনারা একদম চিন্তা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন এবং থাকবেন।