টিকা চলে এলে প্রতিটি ভারতবাসীকে তা বিনামূল্যে দেওয়া উচিত। বক্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শনিবার দিল্লির শাস্ত্রী পার্কে একটি ফ্লাইওভারের উদ্বোধন করার সময় কেজরিওয়াল বলেন, গোটা দেশেই বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ করা উচিত। ভারতের প্রতিটি নাগরিকের বিনামূল্যে টিকা নেওয়ার অধিকার আছে। সে সুযোগ করে দিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। বিহারের ভোটে বিজেপি-র প্রতিশ্রুতি বিনামূল্যে করোনার টিকা। সেই ঘোষণা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজেপির ইস্তাহার প্রকাশ করে এই প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী ঘোষণা করেছেন, রাজ্যে এখন ভোট নেই, কিন্তু রাজ্যবাসীকে বিনামূল্যেই করোনার টিকা দেওয়া হবে। করোনার ভ্যাকসিন কবে আসবে সে নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি। যদিও কেন্দ্রীয় সরকার দাবি করেছে, আগামী বছর শুরুতেই একাধিক ভ্যাকসিন চলে আসতে পারে দেশে। তার আগেই একটা রাজ্যের নির্বাচনে করোনার ভ্যাকসিনকে হাতিয়ার করার জন্য বিজেপির সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলি। বিজেপির ঘোষণার পরেই আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তুলেছিলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে না হয় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু অ-বিজেপি শাসিত রাজ্যগুলির কী হবে? যাঁরা বিজেপিকে ভোট দেবেন না তাঁরা কি তাহলে করোনার টিকা পাবেন না? আজও সেই একই প্রসঙ্গে তুলে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দেশজুড়েই বিনামূল্যে করোনার টিকা বিতরণ করা উচিত। প্রতিটি মানুষ যাতে টিকা পান, সে দিকে খেয়াল রাখতে হবে।