একুশ মানেই আবেগ, একুশ মানেই আন্দোলন, একুশ মানেই ভাষা, একুশ মানেই বৃষ্টি। এই বৃষ্টি বার বার মা-মাটি-মানুষের আশির্বাদ হয়ে একুশে জুলাইয়ে ঝরে পড়েছে তৃণমূলের ওপরে। হেন কোনও একুশে জুলাই যায়নি তৃণমূলের জন্মের পর যেদিন বৃষ্টি হয়নি। আজ সেই একুশে জুলাই। সকাল থেকেই কলকাতার রাজপথে জনস্রোত। কলকাতার সব রাস্তা আজ ধর্মতলামুখী। জনসুনামিতে ঢাকা পড়েছে কলকাতার রাজপথ। সভা শুরু হয়েছিল নীল আকাশের নীচে। সেই সভা শুরু হওয়ার পরেই একসময় এল কালো মেঘ, সঙ্গে এল বাদল হাওয়া। আর তারপরেই মা-মাটি-মানুষের আশির্বাদ হয়ে নামল বৃষ্টি। আর তাতেই জনউচ্ছ্বাসে ভাসল ধর্মতলার একুশের প্রাঙ্গণ। রাজ্যের নানা প্রান্ত থেকে আসা তৃণমূলকর্মীরা, সমর্থকেরা, বাংলার মানুষেরা ভিজলেন সেই বৃষ্টিতে। এটাই একুশের আবেগ। প্রবল বৃষ্টির মধ্যেই মঞ্চে বক্তব্য রাখেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বৃষ্টি শুভ। যতবার ২১ জুলাই বৃষ্টি হয়েছে বিরোধীরা ধুয়ে গেছে, ধরাসায়ী হয়ে গেছে। শহিদ মঞ্চে তিনি বলেন, দিল্লির কাছে হাত পাতবে না বাংলা। বাংলার টাকা জোগাবে বাংলাই। তৃণমূল কংগ্রেস করতে হলে মানুষকে গুরুত্ব দিতে হবে। তৃণমূল করতে হলে নিস্বার্থ ভাবে করতে হবে।