কলকাতা

Tapas Roy : বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায়

ইডি হানার পর দল তাঁর পাশে দাঁড়ায়নি বলে যে অভিযোগ তুলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায়, তা উড়িয়েও দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ বরং ভাল কোনও প্রস্তাব পেয়েই তাপস রায় দল ছেড়েছেন বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন৷ সেই প্রস্তাবের কথাই কার্যত ফলে যেতে চলেছে বুধবার। কারণ আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। বিজেপি নেতা সজল ঘোষ ও তমোঘ্ন যাবেন তাপস রায়ের সাথেই। বিজেপি সূত্রের খবর, বিকেল পাঁচটায় বিজেপিতে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই বিজেপি নেতা অমিত মালব্যর সঙ্গে ফোনে কথা হয়েছে তাপস রায়ের।