দেশ

কয়লা কেলেঙ্কারি মামলায় ৩ বছরের জেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

কয়লা ব্লক বণ্টনে দুর্নীতি। তিন বছরের জেল হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়ের। এই প্রথম কয়লা দুর্নীতি মামলায় কারও জেল হল। অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে দিলীপ ছিলেন কয়লা দফতরের রাষ্ট্রমন্ত্রী। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডিতে ব্রহ্মডিহা কয়লা খনি বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে দিলীপের বিরুদ্ধে। দেশ জুড়ে সমালোচনা শুরু হয়। কেন্দ্র সরকারের নির্দেশে তদন্তে নামে সিবিআই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর যোগসাজশ খুঁজে পায়। এর আগে তিনি গ্রেপ্তারও হন। শেষ পর্যন্ত দিল্লির এক আদালত দিলীপ সহ চার জনকে দোষী সাব্যস্ত করে। এদিন ছিল শাস্তি ঘোষণা। আদালত জানিয়েছে, ২০২৩ সাল পর্যন্ত জেলে থাকতে হবে দিলীপকে। অন্যান্য বিভিন্ন ধারার পাশাপাশিই দিলীপকে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। অর্থাত্‍ সরকারি পদাধিকারী হয়ে বিশ্বাসভঙ্গ। এটি ফৌজদারি অপরাধ। বিচারক জানিয়েছেন, মন্ত্রী থাকাকালীন দিলীপ বেআইনি এবং অসত্‍ভাবে বেসরকারি এবং পরিত্যক্ত কয়লাখনি এলাকা একটি বিশেষ সংস্থাকে পাইয়ে দিয়েছিলেন। তাই এই শাস্তি।